উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

33

বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন রীতিমতো বিস্ময়। উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি আন্তর্জাতিকভাবে ইতিবাচক হিসেবে চিহ্নিত হয়েছে। এশীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। আর বছরের শুরুতেই তাই মিলেছে সুখবর। গত বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিশ্বব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.২ শতাংশ হবে বলে আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি আরো খানিকটা বেড়ে ৭.৩ শতাংশ হতে পারে। অর্থাৎ চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ ভারত বা পাকিস্তানকেই শুধু নয়; বরং শক্তিশালী অর্থনীতির দেশ চীনকেও ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআইয়ের জরিপে বলা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্ট বেশির ভাগ মানুষ। এ দুই ক্ষেত্রে ভবিষ্যতেও ইতিবাচক অগ্রগতির বিষয়ে তাঁরা আশাবাদী। তাঁরা মনে করেন, দেশ ঠিক পথেই চলছে। বাংলাদেশের স্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় গত বছরের ১ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চালানো জরিপটি গত বুধবার প্রকাশিত হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রার পাশাপাশি দেশের বর্তমান অবস্থায় দেশের মানুষ আশাবাদী ও আস্থাশীল।
উন্নয়ন ও প্রবৃদ্ধির এই ধারা নিশ্চিত করতে আমাদের তথ্য-প্রযুক্তির মাধ্যমে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর অর্থনীতির পথে এগোতে হবে। সেই পথে পা রেখেই এগোতে হলে অর্জন করতে হবে চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা।