শ্রেষ্ঠ ‘ডিজিটাল ক্যাম্পাস’ অ্যাওয়ার্ড পেল শাবি ॥ বিশ্ববিদ্যালয়ের এ অর্জন সবার — ভিসি

19

শাবি থেকে সংবাদদাতা :
দেশে প্রথমবারের মতো ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শাবিপ্রবিকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাওয়ার্ড প্রদান করেন। শাবিপ্রবির পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ক¤িপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান।
শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্মালন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। এটি আমাদের জন্য এক বিশাল অর্জন। আমরা আমাদের ক্যা¤পাসকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ পূরণে আমরা এখানো কাজ করে যাচ্ছি। যার ফলে আজ আমাদের এই অর্জন।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম অটোমেটেড বা ডিজিটাইজড করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তার মধ্যে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সিএই কোর্স চালু, রোবট ‘লি’ ও ‘রিবো আবিস্কার এবং শ্রেণীকক্ষে ডিজিটাল ক্লাস এটেন্ডডেন্স ‘ফেস রিকোগনেশন’ সিস্টেম চালুর বিষয়গুলো বিবেচনায় আমাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আগামীতে শাবিপ্রবিকে আরো উন্নত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকর্তার কাছে একটি করে কম্পিউটার থাকবে। ক্যাম্পাসের প্রতিটি স্থাপনা, খাবারের স্থান ও বিভিন্ন স্থাপনা তৈরীসহ অবকাঠামো উন্নয়ন করা হবে।’
বিশ্ববিদ্যালযের এ অর্জনে শাবি ভিসি সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে সকলকে পাশে থাকার আহ্বান ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি সদ্য শেষ হওয়া শাবিপ্রবির ৩য় সমাবর্তন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্যও সকলকে ধন্যবাদ জানান।