গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লে: কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে রাজধানী ও সিলেটসহ সারাদেশে গ্যাস সংকটে নাগরিক জীবনে চরম দুর্ভোগের সংবাদে গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে প্রকাশ, রাজধানী ও বৃহত্তর সিলেটসহ সারাদেশে বাসাবাড়ী ও খাবারের দোকানগুলোতে চরম দুর্ভোগ নেমে এসেছে। এই গ্যাস সংকটের কারণে ভুক্তভোগীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর ফলে মানুষের দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এমনিতে গণশুনানী ও গণমতকে উপেক্ষা করে বার বার গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা লোভ দেখানো দুই একটি বিবৃতি বক্তব্য ছাড়া শক্তিশালী প্রতিবাদ ও প্রতিরোধ করেন নাই। মোট কথা সরলপ্রাণ নির্দোষ অসংগঠিত এই গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা দেখার কেউ নেই। এই সমস্ত রাজনৈতিক গোষ্ঠী ও ব্যক্তিবর্গদেরকে এবারের সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করার সময়ে উপযুক্ত শিক্ষা দেয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে রাজধানী ও সিলেটসহ সারাদেশে গ্যাস সংকট অবিলম্বে দূর করার জন্য ক্ষমতাসীন সহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি