হবিগঞ্জে সীমান্তে ত্রাস দুলন গ্রেফতার

13

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ত্রাস ও বহু অপকর্মের হোতা মোস্ট ওয়ান্টেড আসামী মাদক স¤্রাট দুলন আহমেদ ওরফে দাঁত পড়া দুলনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে তিন ঘন্টা ব্যাপী পরিচালিত সাড়াঁশি অভিযানে তার আমরোড বাজারস্থ আলিশান বাসভবন থেকে এই মাদক সম্রাটকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, এই মাদক সম্রাটের বিরুদ্ধে শুধু মাদক ব্যবসা নয়, ছিনতাই-রাহাজানি, ডাকাতি, গরু চুরি, সন্ত্রাস ও লুটপাট সহ বহু অপকর্ম সংঘটিত করার অভিযোগ রয়েছে। পুলিশের তালিকায় এই দুলন মোস্ট ওয়ান্টেড আসামী হিসেবে পরিচিত। তার বাড়ী জেলার চুনারুঘাট উপজেলাধীন আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে। বাবার নাম মৃত মশ্বব উল্ল্যা। তার আপন ভাই আব্দুল লতিব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ আরও জানায়, এই দুলন বিগত ১৮ সালে প্রকাশ্যে ভাই আব্দুল লতিবকে কুপিয়েছিল।
একই বছর মাদকের ব্যবসার খবর জনসম্মুখে প্রকাশ করে দেয়ার জের ধরে চুনারুঘাটের আমরোড বাজারে কুলি গণিকে পিটিয়ে এলাকা ছাড়া করে এই দুলন। প্রানভয়ে গণি এখনও আত্মগোপনে। এছাড়াও আমরোড বাজারের বাসিন্দা এমরান আহমেদের বাসায় হামলা ও তাকে কোপায় এই দুলন। এসব নিয়ে দুলনের বিরুদ্ধে অন্তত ৬ টি মামলা রয়েছে। এছাড়া কালামন্ডল গ্রামের মফিলা নামে হত দরিদ্র এক মহিলাকে পিটিয়ে আহত করে দুলন।
এ ব্যাপরেও তার বিরুদ্ধে রয়েছে আরও ২ টি মামলা। চলতি বছর ১৫ এপ্রিল চিমতিবিল খাস গ্রামের জনৈক ওয়াহিদ মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে বিপুল পরিমান মালামাল লুট করে নিয়ে যায় দুলন বাহিনী। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বাল্লা বিজিবি’ সদস্যদের হাতে ২’শ বস্তা চোরাই চা-পাতা আটককালে এই দুলন প্রকাশ্যে তাদের ওপর হামলা করে অন্তত ৩০ বস্তা চা-পাতা লুটে নিয়ে যায়। একই বছর সুন্দরপুর গ্রামের জনৈক আজিজকে মারধোর করে টাকা সহ বিভিন্ন সামগ্রী লুটে নেয় সে।
এ নিয়েও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আহম্মদাবাদ ইমাম সমিতি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে দুলন তার বাহিনী নিয়ে চড়াও হয় এবং জাতীয় দৈনিকের এক সাংবাদিককে চা-পাতি দিয়ে আঘাত করে। সর্বশেষ গত ১৫ অক্টোবর চিনবিল খাস গ্রামের সুলেমান মিয়ার ঘর থেকে ৬ টি গরু নিয়ে যায় দুলন বাহিনী। ২০১৮ সালের ২৭ নভেম্বর এই দুলন ৫০ কেজি গাঁজা সহ আটক হয় ডিবি পুলিশের হাতে। এভাবে সে হবিগঞ্জের চুনারুঘাট সহ দেশের বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টির মাধ্যমে বিশাল সাম্রাজ্য গড়ে তুলে এবং সাধারন মানুষের ওপর চালাতো টর্চার।
পুলিশ জানায়, এই দুলন ভারত-বাংলাদেশ সীমান্তের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাংবাদিক সহ যে কোন কেউ তার অপকর্ম নিয়ে কথা বলা বা লিখলে সংশ্লিস্ট বাহিনীর টার্গেটে পরিনত হতে হয়। এদিকে মাদক স¤্রাট দুলন গ্রেফতারের খবরে শনিবার দিনভর জেলার চুনারুঘাট শহর, বিভিন্ন ইউনিয়ন ও সীমান্ত এলাকায় বসবাসরত মানুষ আনন্দ-উল্লাসে ফেটে পড়ে এবং এখন শুধুই মিষ্টি বিতরন করা হচ্ছে।