গতকাল ৭ নভেম্বর মহান রুশ বিপ্লবের ১০৫তম বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্দোগে নগরীতে লাল পতাকা র্যালি বের করে। বিকেল ৪টায় নগরীর ক্রিন ব্রীজ সংলগ্ন মুখে জমায়েত হয়ে র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে সংগঠনের জেলা কার্যালয়ে এসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি উসমান গণি, এম সি কলেজ শাখার নেতা বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী সহ প্রমুখ।
বক্তারা বলেন, মহান রুশ বিপ্লবের অজেয় অমর শিক্ষাকে সামনে রেখে সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধ তথা তৃতীয় বিশ^যুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মত নয়াঔপনিবেশিক-আধাসামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করে বিশ^ বিপ্লব তথা সমাজতন্ত্র-কমিউনিজম প্রতিষ্ঠার সুমহান লক্ষ্য আজ পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তির একমাত্র পথ। বিশ^ শ্রমিকশ্রেণি ও জনগণকে বিভ্রান্ত, বিপথগামি করতে সর্বাত্মক তৎপর রয়েছে সকল রূপের সুবিধাবাদী ও সংশোধনবাদীরা। ‘মার্কসবাদ-লেনিনবাদ ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ এবং পুঁজিবাদ শ^াশত ও সংকট মুক্ত’ বলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ও সকল রূপের সুবিধাবাদী-সংশোধনবাদীরা যে প্রতিবিপ্লবী প্রচারভিযান চালিয়েছিল তার বেঠিকতা প্রমাণিত হচ্ছে সমগ্র পুজিঁবাদী সাম্রাজ্যবাদী বিশ^ব্যবস্থায় চলমান দীর্ঘস্থায়ী মন্দা ও সংকটের মধ্য দিয়ে।
বক্তারা সাথে সাথে বলেন, বিশ^ব্যাপী বাজার দখল ও পূর্ণবন্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের ধারাবাহিকতায় বিশ^যুদ্ধের বিপদের বিরুদ্ধে জনগণের ন্যায়যুদ্ধকে অগ্রসর করার মধ্য দিয়ে শোষনের তিন পাহাড় সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজিপতি শ্রেণির উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলতে হবে। বিজ্ঞপ্তি