জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে মুজিববর্ষ শুরু

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ শুরু হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুজিব বর্ষের অনুষ্ঠানমালা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশ ব্যাপী মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ূম, আবদুল হক, আবদুল মতিন, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো জনতার সমাগম হয়।