আরিফুল ইসলাম সাকিব
হিমকুয়াশার চাদর পরে
এলো ভারি শীত,
খুব সকালে কিচিরমিচির
গায় না পাখি গীত।
পিঠা-পুলির ধুম লেগে যায়
সকালবেলা রোজ,
কেউ বা আবার নিচ্ছে গাঁয়ে
খেজুর রসের খোঁজ।
ছেলে-মেয়ে আসবে বাড়ি
কী আনন্দ সুখ,
মনের সুখে হাসবে কৃষক
আলো হবে মুখ।
শহরে বাস করছে যারা
তাদেরও হয় সাধ,
গ্রামের মানুষ ভালো জানে
শীতের পিঠার স্বাদ।