মুক্তিযুদ্ধের পটভূমি

9

কে.এম.ওমর ফারুক

পাকিস্তানি দুঃশাসনে
শোষণ করতো দেশটা,
বাঙালিদের ধ্বংসের জন্য
করতো সদা চেষ্টা।

পদে পদে অত্যাচারে
ছিলো যখন লিপ্ত,
উনিশ শত একাত্তরে
বাঙালিরা ক্ষিপ্ত।

সাত’ই মার্চে ভাষণ হলো
বঙ্গবন্ধুর মুখে,
যার যা আছে তাই নিয়ে’ই
দাঁড়াও তোমরা রুখে।

পঁচিশে মার্চ মধ্যরাতে
পাকবাহিনীর হামলা,
ছাব্বিশে মার্চ যুদ্ধে নামে
ধনী গরীব কামলা।

তিরিশ লক্ষ শহীদ হলো
দেশে রক্তের ঢল,
ডিসেম্বরের ষোল তারিখ
পালায় পাকির দল।