স্বাধীন জাতি

10

শেখ একেএম জাকারিয়া

বাবুই পাখি পুকুর পাড়ে করছে উড়াউড়ি,
বাঁধবে বাসা তালের গাছে করছে ঘুরাঘুরি।
খড়কুটোতে বাঁধতে বাসা ন’মাস লাগে তার,
বাবুই পাখি শিল্পী পাখি নেই তুলনা যার।

দেখতে দারুণ সেই বাসাটি জগতবাসী চায়,
হালকা বায়ু দোলায় বাসা মন জুড়িয়ে যায়।
ভালোবাসার চিত্র এঁকে দীর্ঘ ন’মাস পরে
তুলল ছানা বাবুই পাখি ষোলই ডিসেম্বরে।

বাবুই ছানা বাসায় থেকে সব পাখিদের কয়,
আমরা হলাম বীরের জাতি নেই মনেতে ভয়।
বাংলাদেশের পাখি আমি লাল সবুজে বাস,
অত্যাচারে হই না নত হই না কারো দাস।