আব্দুল মালেক জাগরণী
নদীর ধারে কাশের বনে
শুভ্রমেয়ে নৃত্য করে
নদীর সাথে পাল্লা দিয়ে
ঢেউ তুলে যায় অনেক দূরে।
পাশের মাঠে ব্যস্ত কৃষক
সবুজ ধানের পাতার ফাঁকে
উঠলো গেয়ে মন রাঙানো
অপূর্ব তান বাউল সুরে।
শালিক পাখির কিচিরমিচির
খুব নিকটের কাঁঠাল গাছে
তালের ডানায় বুনছে বাসা
শিল্পীখ্যাত বাবুইপাখি।
তালের পিঠার ঘ্রাণ ছুটেছে
গ্রাম পেরিয়ে মাঠের দিকে
সাদা মেঘের ভেলায় চড়ে
কুটুমবাড়ি আশ্বিন এলো।