স্টাফ রিপোর্টার :
নগরীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযানে ট্রেড লাইসেন্স ও আইন না মেনে শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে নগরীর জিন্দাবাজার এলাকার অন্তত চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর জিন্দাবাজারস্থ রিফাত এন্ড কোং, ব্লু-ওয়াটার, লতিফ সেন্টার, বিপণী বিতানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সিসিকের ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।
জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর জিন্দাবাজারের বিপণী বিতানের মিল্ক সেন্টার পনেরো হাজার, ব্লু ওয়াটারের নিউ সুহিনি কর্নারকে তিন হাজার, লতিফ সেন্টারের নিউ ফ্যাশন দুই হাজার ও আরোমেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সিসিকের লাইসেন্স অফিসার মো. জাহাঙ্গিরসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এসএমপি পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন।