সিলেট নগরীকে এগিয়ে নিতে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা আছে বলেই এতো কাজ করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি মো: আব্দুল বাছিতের সভাপতিত্বে আয়োজিত সভায় মেয়র আরো বলেন, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নগরীর ২৭ ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমি কাজের মানুষ, কাজকে ভালবাসি বলেই দিন-রাত নগরবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের কল্যাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী ও সিলেট আঞ্চলিক অধিদপ্তরের উপ- পরিচালক শহিদুল ইসলাম।
কর্মচারী সংসদের সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আক্তার সিদ্দিকী বাবলু। বার্ষিক হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নিবার্হী প্রকৌশলী মো: রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হনিফুর রহমান ও এসেসর চন্দন দাশ।
এছাড়ও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক গৌতম রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি মুহিবুর রহমান, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাশ, প্রচার সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি