কাজিরবাজার ডেস্ক :
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ছাত্র -যুবাদের বিক্ষোভে আশির দশকের স্মৃতি উসকে দিচ্ছে আসাম। সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশ লাগোয়া ত্রিপুরাও। অবস্থা এমন যে, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন ব্যাখ্যা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশ্বাস দিচ্ছেন, আসাম ভূমিপুত্রদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্র সরকার।
তিনি বলছেন, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতার বাইরে রাখা হচ্ছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্তিতে কান না দিয়ে আরও উত্তপ্ত হচ্ছে, আসাম-ত্রিপুরা। বিক্ষোভের জেরে বিমানবন্দরেই আটকে পড়েন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ শুরু হয় ডিব্রুগড়ে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে সামিল হন পড়ুয়ারা।
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বন্ধে উত্তাল ত্রিপুরা ও আসামে জনজাতি অধ্যুষিত এলাকায় আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন অ-জনজাতি মানুষ। পরিস্থিতি সামলাতে সেনা নামানো হয়েছে আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায়। দুই কলাম সেনা নামানো হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। আর দুই কলাম সেনা নামানো হয়েছে অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়ে। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে উন্মত্ত বন্ধ সমর্থকদের হঠাতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত অ-জনজাতি বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নিয়েছেন। দশদা স্কুলে আশ্রয় নিয়েছেন ৭০টি পরিবার। তাদেরকে বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন বন্ধ সমর্থকরা।
অবস্থা সামাল দিতে, ত্রিপুরা ও আসামে সেনা মোতায়েন করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতে প্রায় ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। অসমের ১০ জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সকাল থেকেই অশান্ত বিজেপি শাসিত অসমের বিভিন্ন এলাকা। বিক্ষোভের জেরে বিমানবন্দরেই আটকে পড়েন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ শুরু হয় ডিব্রুগড়ে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে সামিল হন পড়ুয়ারা।
এই অবস্থায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ও কটন বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টানা দুদিন পেট্রোল পাম্প থাকায় ভোগান্তি বেড়েছে গোটা রাজ্যে। গোলাঘাট, ডিব্রুগড়, গুয়াহাটি-অবরোধ টায়ার জ্বেলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধের জেরে পুলিশ টিয়ারগ্যাস, লাঠি ব্যবহার করেছে ।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ডিব্রুগড়ের লাহোওয়ালে সেনা নামানো হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সাহায্য করবে। শান্তি বজায় রাখতে বাহিনী এলাকায় ফ্ল্যাগ মার্চ করবে। এরমধ্যেই, উত্তর ত্রিপুরার ধলাই জেলার মনুঘাট এবং ৮২ মাইল বাজারে একের পর এক দোকানে আগুন লাগিয়েছে বন্ধ সমর্থকরা। ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। আক্রমণে কৃপাসিন্ধু চক্রবর্তী নামে এক ব্যবসায়ী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া আগরতলা শহরের উত্তর গেট এলাকায় বন্ধ সমর্থকরা রাস্তা আটকালে পুলিশ শতাধিক অবরোধকারীকে গ্রেফতার করেছে। যাতে কোনো গুজব না ছড়ায় তার জন্য ত্রিপুরায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সিপাহিজলায় বন্ধ সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখায় দু’বছর বয়সী একটি অসুস্থ শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।
এরমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি-র মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের নিজস্ব পরিচিতিকে ধুয়ে-মুছে ফেলার চেষ্টা করছে নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকার, টুইট করে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি উত্তর-পূর্ব ভারতের পাশে আছেন বলে জানিয়েছেন।
তার কথায় নাগরিকত্ব সংশোধনী বিল দেশের উত্তর-পূর্ব অংশের ওপরে ‘ক্রিমিনাল অ্যাটাক’ সমতুল্য। এই বিল উত্তর-পূর্ব ভারতের জনজীবন ও সেখানকার মানুষের জীবনযাত্রার ওপর নিন্দনীয় হামলা বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এইভাবে বর্তমান সরকার উত্তর-পূর্ব ভারতের নিজস্ব পরিচিতিকে ধুয়ে-মুছে ফেলতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। সেখানকার মানুষের পাশে আছেন বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।