জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) প্রণতি রায়ের বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারি অনুদানের টাকা সহ বিভিন্ন খ্যাতের টাকা আত্মসাতের ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এ নিয়ে কয়েক দিন আগে এলাকায় শালিস বৈঠক হয়েছে। এতে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষিকা স্কুল কমিটিকে ৪২ হাজার টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত কোন টাকা ফেরত দেয়া হয়নি। এছাড়াও ওই বিতর্কিত শিক্ষিকার বিরুদ্ধে আরো অনেক অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহীদ মিয়া বলেন, অভিযুক্ত শিক্ষিকা আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার জন্য সময় চাইলে বিষয়টি সমাধান হয়। তবে এখনো তিনি টাকা ফেরত দেননি। তবে অভিযুক্ত শিক্ষিকা প্রণতি রায় বলেন, বৈঠকে তারা এক তরফা রায় দিয়েছেন। আমাকে কথা বলার সুযোগ দেয়া হয়নি। আমি কোন টাকা আত্মসাৎ করিনি। সুতরাং ফেরত দেয়ার প্রশ্নই উঠে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সময় চেয়েছি এ নিয়ে আবার বসে হিসাব করার জন্য। টাকা ফেরত দেয়ার জন্য নয়।