মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই প্রবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী-শিশু সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী ও একই গ্রামের বাসিন্দা আইল্যান্ড প্রবাসী সবুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।
এরই জের ধরে ৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আইল্যান্ড প্রবাসী সবুজ মিয়া পক্ষের নারী ও শিশু সহ কমপক্ষে ৬ জন ও যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর স্ত্রী নুরেছা বেগম, তাঁর ভাগনা সিপন মিয়া, ইমন মিয়া ও পথচারী তপন মিয়া সহ আরো ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া সংঘর্ষে প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে আইল্যান্ড প্রবাসীর বিলাস বহুল বাড়ির গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইল্যান্ড প্রবাসী সবুজ মিয়া বলেন, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে এসেছিলাম। তবে প্রতিপক্ষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। তাদের ধারাবাহিক হামলা-মামলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে-যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর লোকজন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের কারণে এ নিয়ে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।