সিলেটে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ॥ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে -বিভাগীয় কমিশনার

7

সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে সম্মিলিত ভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, পরিবর্তনমুখী পদক্ষেপ; প্রবেশগম্য ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন,৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কিন্তু বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস কেন পালিত হচ্ছে। তার কারণ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এ ক্ষেত্রে পিছিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই প্রথম এই দিবসটি পালন করে প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে কাজ শুরু করে। প্রতিবন্ধী সুরক্ষা ও অধিকার প্রবর্তনের মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন এবং ভাতা প্রবর্তন, শিক্ষা,চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা প্রদানে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার সানজিদা সুলতানা ও লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং সিলেটের জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট সিটি কর্পোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার হোসেন সালেহ,বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী,গ্রামীন জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাশ রঞ্জন দাশ। বক্তব্য রাখেন-রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু,গ্রীন ডিসএবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান,সিলেট ডিফারেন্টলি এবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান হাসিব রাজা চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার খলিলুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ সংকর রায়। ইশারা ভাষা উপস্থাপন করেন সরকারী বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় সিলেট এর শরীর চর্চা শিক্ষক আবু তাহের মো. ইবনে সাঈম খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো.আব্দুর রফিক, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ, সিলেট বধির সংঘের সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটিন সদস্য এম আহমদ আলী। এর আগে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ ও প্রতিবন্ধী বিষয়ক গবেষক, উন্নয়ন কর্মী রিফাত আরা রিফা। বিজ্ঞপ্তি