ন্যায় বিচার নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন – জেলা ও দায়রা জজ

12
বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমান।

সিলেট জেলা জজশীপের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। সম্মেলনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের কর্মকর্তা, বিজ্ঞ জিপি ও পিপি এর প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ তাসলিমা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম।
সম্মেলনের সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমান- ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সকল বিভাগের সহযোগিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নীল সোনার বাংলা বিনির্মাণপূর্বক বাংলাদেশকে ন্যায় বিচারের মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে সভাপতি ২০২০ সালের মুজিববর্ষকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের আশাবাদ ব্যক্ত করে সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি