মেঘের দুঃখ

35

শাহীন রায়হান

সূর্যমামা চাঁদের সাথে
যেদিন করে রাগ
দুষ্ট তারা লুকায় কোণে
বিজলী বাজায় ডাক।

মস্ত আকাশ ভয়ে কাঁপে
মুখটা করে কালো
সূর্যমামা বড্ড রাগে
দেয় নিভিয়ে আলো।

চাঁদের বুড়ি অভিমানে
যায় না ফিরে ঘরে
মেঘের চোখে দুঃখ সেদিন
বৃষ্টি হয়ে ঝরে।