মুহাম্মদ ইমদাদ হোসেন
ক্ষেতেপাকা সোনারফসল
উঠোনভরা ধান,
চাষির প্রাণে খুশির ছোঁয়া
মুখে হাসি-গান।
নবান্ন আর শীতের ছোঁয়ায়
পুলকিত তাই,
নতুনধানের নতুনচালে
পিঠা-পায়েস খাই।
নতুনচালে শীতের পিঠা
খেতে মজা খুব,
মিলেমিশে ফূর্তি করি
দেই আনন্দে ডুব।
শীতের দিনে পিঠাপুলির
উৎসব চলে বেশ,
পাড়াগাঁয়ে সবার প্রাণে
থাকে খুশির রেশ।