আদালতের নির্দেশ ॥ সিলেট রেড ক্রিসেন্টের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে

20

সিলেটর রেড ক্রিসেন্টের নির্বাচনে আর কোন বাধা নেই। তফশিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়াও আদালত এডহক কমিটিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আদেশ দেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আদালত এ আদেশ দেন। মনসুজ্জামান বাবলু ও আব্দুর রহমান জামিলের পক্ষে আদালতে শুনানীতে উপস্থিত ছিলে ব্যারিস্টার রোকন উদ্দিন এবং এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী।
এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী বলেন- আদালত এডহক কমিটিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আদেশ দেন। এছাড়াও আগে যারা নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন তারাই এ নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তফশিল ঘোষণার পর মনসুজ্জামান বাবলু ও আব্দুর রহমান জামিলের প্যানেল মনোয়ান নেয়ার কারণে তারা নির্বাচনে অংশ নিতে আর কোন আইনী বাধা নেই। সেই সাথে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কি-না তা আদালতকে জানানোর জন্যও নির্দেশ দেয়া হয়। (খবর সংবাদদাতার)