নন্দলালের ভাবনা

10

শাহীন রায়হান

এই যে আমি আমরা সবাই
দেশকে ভাবি রোজ
কেমন আছে দেশটা তবু
রাখছি কি তার খোঁজ?

খাচ্ছি পাহাড় খাচ্ছি টিলা
কাটছি সবুজ গাছ
ফলাই ফসল কীটনাশকে
নিত্য মারি মাছ।

তবুও সভা সেমিনারে
দেশটা নতুন রাঙ্গে
সভা শেষে আগের মতোই
দেশটা তুলি চাঙ্গে।

আমরা সবাই নন্দলালই
ভাবতে বাসি ভালো
কে বাঁচাবে দেশটাকে আজ
জ্বালবে আশার আলো?