শীতের ছোঁয়া

26

রমজান আলী রনি

বৃদ্ধ দাদু চাদর গায়ে
থরে থরে কাঁপে
যুবকের দল সে-ও কাবু
কুয়াশারই চাপে।

ভোরবেলা হয় পিঠে খাওয়া
বাড়ির সবাই মিলে
বিকেলবেলা পাখির দৃশ্য
দেখতে পাই ঐ বিলে।

হিম কুয়াশায় শীতল বাতাস
হাড় কাঁপিয়ে যায়
লাগলো বুঝি শীতের ছোঁয়া
শহর-বন্দর গাঁয়।