কোন অবস্থাতেই সৎ মানুষ যেন মামলার আসামি না হন – দুদক চেয়ারম্যান

10

কাজিরবাজার ডেস্ক :
আইন ও বিধি না জানার কারণে কোন অবস্থাতেই একজন সৎ মানুষ যেন মামলার আসামি না হন। একই সঙ্গে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভ্যালু ফর মানি অবশ্যই বিবেচনা করতে ও কেউ কেউ অনিয়মকে নিয়ম করতে চান। তা না করতে দিতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘ট্রেনিং অন পাবলিক প্রকিওরমেন্ট এ্যান্ড প্রাকটিসেস ফর এসিসি অফিসিয়াল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দুদক সচিব দিলোয়ার বখ্ত, সেন্ট্রাল প্রকিওরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মোঃ আলী নূর, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল ও সিপিটিইউ’র পরিচালক শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে ১ ডিসেম্বর। কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন।
কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ আরও বলেন, আইনী ক্ষমতার প্রয়োগ করবেন, কিন্তু অপপ্রয়োগ যেন না হয়। মনে রাখবেন আইন সবার জন্যই সমভাবে প্রযোজ্য। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বরাদ্দ বৃদ্ধি এগুলো আইন ও বিধিবিধান অনুযায়ী করার সুযোগ রয়েছে। তবে কখনও কখনও আইন ও বিধি-বিধান লঙ্ঘন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, কিংবা বরাদ্দ বৃদ্ধি করে সময় মতো জনকল্যাণ হয় না। সময় মতো প্রকল্পের কাজ শেষ না হলে জনগণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। টেন্ডার প্রক্রিয়ায় কীভাবে দুর্নীতি হয়, তা আমরা কিছু কিছু জেনেছি। কেউ কেউ অনিয়মকে নিয়ম করতে চান। এটা হবে না। প্রজেক্ট প্রোফাইল থেকে শুরু করে এস্টিমেশন এবং সর্বোপরি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ নির্ধারিত বিধি-বিধান অনুসারে সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়গুলো আপনারা জানবেন এবং এ জাতীয় অনুসন্ধানের ক্ষেত্রে তা প্রয়োগ করবেন। এসব অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে কর্ম প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত করার সুযোগও রয়েছে। এসব ত্রুটি-বিচ্যুতি দূর করতে কমিশনের পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানোর আইনী ম্যান্ডেটও কমিশনের রয়েছে। সবাই হয়তো অনুধাবনও করেন, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং না করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন। শুধু মামলা-মোকদ্দমা দিয়ে সব সমস্যার হয়তো সমাধানও করা যাবে না।