শেখ একেএম জাকারিয়া
হেমন্তকাল যখন আসে
শিশির হাসে সবুজঘাসে
মন করে আনচান,
কৃষক হাসে পরান খুলে
সকল দুঃখ যায় যে ভুলে
গোলায় ভরে ধান।
কৃষাণীমন যায় জুড়িয়ে
সোনা রঙের ধান উড়িয়ে
গায় মধুরই গান,
পাকা ধানের গন্ধ শুকে
মিষ্টি হাসি চোখে মুখে
মনে খুশির বান।
নতুন ধানের পায়েস-পিঠে
খেতে লাগে জবর মিঠে
ম-ম ম-ম ঘ্রাণ,
হৈমন্তি আয় বছর ঘুরে
খুশির দোলা হৃদয়পুরে
জুড়ায় সবার প্রাণ।