প্রধান আসামী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ॥ কানাইঘাটে অটোরিক্সা শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

53

কানাইঘাট থেকে সংবাদদাতা
গত বুধবার প্রকাশ্যে দিবালোকে কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মম ভাবে নিহত স্ট্যান্ডের অটোরিক্সা চালক ফয়সল আহমদ (২৫) হত্যাকান্ডের ঘটনায় কানাইঘাট থানায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই পৌরসভার রায়গড় গ্রামের মাসুক আহমদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু সোনার বাংলা গ্র“পের প্রধান উপজেলা আ’লীগের সদস্য মাহবুবুর রহমানকে ১ ও ২নং আসামী করে মোট ১৯জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-০৮, তাং-১৬/০৪/২০১৫ইং। মামলা দায়েরের পর পুলিশ গতকাল পৌর শহর থেকে এজাহার ভুক্ত আসামী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র ৪নং আসামী মামুন রশিদ (৪২) কে গ্রেফতার করেছে। এদিকে নিরাপরাধ দরিদ্র ঘরের সন্তান অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠেছে পরিবহন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দিনভর দলমত নির্বিশেষে উপজেলার একাধিক শাখার শ্রমিক সংগঠনের উদ্যোগে শাখা গুলোর শত শত পরিবহন শ্রমিকরা কানাইঘাট বাজারে সকাল ১১টায় বিশাল মানববন্ধন কর্মসূচী পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী এবং দিনভর ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে প্রতিবাদ সভা করে ফয়সল আহমদ হত্যাকান্ডের সাথে জড়িত ময়না মিয়ার পানের সকেসে আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের শান্ত করেন কানাইঘাট থানার একদল পুলিশ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় পরিবহন শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, বহিরাগত সহ কিছু শ্রমিক নামধারীদের সন্ত্রাসী কর্মকান্ডে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে এ দুর্বৃত্ত চক্র কানাইঘাট উত্তর ও দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড সহ অন্যান্য স্ট্যান্ডের নিয়ন্ত্রন নেওয়ার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ শ্রমিকদের মাঝে গ্র“পিং ও বিভেদ সৃষ্টির পাঁয়তারা করে আসছে। এই চক্রের হাতে নির্মম ভাবে নিহত হয়েছেন, আমাদের শ্রমিক ভাই ফয়সল আহমদ ও আহত হয়েছেন বেশ কয়েকজন অটোরিক্সা চালক। অবিলম্বে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলার আসামী ও মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হলে পরিবহন শ্রমিকরা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেবে বলে সভায় হুঁশিয়ার উচ্চারণ করেন শ্রমিক নেতারা। উপজেলা ঐক্য শ্রমিক জোটের সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা তাজুল ও জাকারিয়ার যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আব্দুল খালিক, জিয়া উদ্দিন, জাফর, শরিফ, শাহীদ, আবু বক্কর, বাবলু, জয়নাল, শাহার, সুহেল, সুমন, বাবলা, সালাম প্রমুখ।