স্টাফ রিপোর্টার :
নগরীতে অতিরিক্ত দামে লবণ ও পেঁয়াজ বিক্রির দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও সিলেট সিটি কপোরেশন। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরীর কাজিটুলা, আম্বরখানা ও, বালুচর, শাহপরান শাহী ঈদগাহর ১০টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্তর ৬২ হাজার টাকা ও নগরীর বন্দরবাজার, লালবাজার ও ব্রক্ষময়ী বাজারের ৩টি প্রতিষ্ঠানে সিসিক ৪০ হাজার টাকা জরিমানা করে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কাজীটুলা জনতা স্টোরকে ৩ হাজার, শাহী ঈদগাহ বেগম স্টোরকে ৩ হাজার, ধানসিড়ি রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানা ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা। এছাড়া মূল্যতালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে ৪ হাজার টাকা ও অলক স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ।
এদিকে, শহরতলির শাহপরান এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অপর একটি টিম অভিযান চালায়। অভিযানে মূল্য তালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে ৪ হাজার টাকা, অলক স্টোরকে ১ হাজার ৫’শ টাকা, বালুচর বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা, মেডিসিন স্টোরকে ৩ হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা অতিরিক্ত দামে পেঁয়াজ, লবন সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে তাঁরা মানবতার শক্র। তিনি বলেন, চড়া দামে নয়, নির্ধারিত দামেই পেঁয়াজ বিক্রি করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার ও ব্রক্ষময়ী বাজার পরিদর্শনকালে মেয়র আরিফুল হক চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দেন। এসময় ব্রক্ষ্মময়ী বাজারের ৩টি মুদি দোকানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো ইনসাফ গ্রোসারী ১০ হাজার, এসএম ট্রেডার্স ২০ হাজার ও আনিস মিয়া ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, মেয়রের নেতৃত্বে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৩টি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করেন।