১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা/২০২২ অনুষ্ঠিত হয়। সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ এডভোকেট বিজিত লাল তালুকদার ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট শাবানা ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সমাজ বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ) এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২২ সনের ৬,১০,৬৩,০৭২/- টাকার বাজেট উপস্থাপন করেন।
উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-০১ এডভোকেট মোঃ এখলাছুর রহমান, সহ সভাপতি-০২ এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ), লাইব্রেরী সম্পাদক এডভোকেট এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আক্তার উদ্দীন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া ও এডভোকেট মোঃ আব্দুল মুকিত, সহ-সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, এডভোকেট গোলজার হোসেন খোকন ও এডভোকেট মোঃ সাদিদুর রহমান (রিপন), কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল ওদুদ, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট মোঃ এমদাদুল হক ও এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।
সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কাজী আশরাফ উদ্দিন এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, সিনিয়র সদস্য শামছুজ্জামান জামান এডভোকেট, হাবিবুর রহমান হাবিব এডভোকেট, বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট, মুজিবুর রহমান মুজিব এডভোকেট ও জোবায়ের বখ্ত জোবের এডভোকেট প্রমুখ।
সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৬,১০,৬৩,০৭২/- (ছয় কোটি দশ লক্ষ তেষট্টি হাজার বাহাত্তর) টাকা আয়, ৬,১০,৫৯,৯৫২/- (ছয় কোটি দশ লক্ষ উনষাট হাজার নয়শত বায়ান্ন) টাকা ব্যয় এবং ৩,১২০/- (তিন হাজার একশত বিশ) টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুমোদিত ও গৃহীত হয়। বিজ্ঞপ্তি