মৌলভীবাজারে মোবাইল বিক্রির অপরাধে দুই চীনা মহিলা আটক

22

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার শহরে বিভিন্ন ব্যান্ডের মোবাইল সেট বিক্রির অপরাধে দুই মহিলা বিদেশি নাগরিককে আটক করেছে মডেল থানা পুলিশ।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পৌর শহরের চুবড়া আবাসিক এলাকা থেকে চীনের দুই নাগরিককে আটক করা হয়।
আটক চীনের নাগরিক  হলেন, জিনেমি ওয়াং (৪৮) (পাসপোর্ট নং জি ২৮৭৬৮৫৩৭) ও ইউ ডাং লিং (৫০) (পাসপোর্ট নং জি ২৬৯৬৮৬১৯)। এ দুই মহিলা চীনের নাগরিক বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ সালেক জানান, পৌর শহরের চুবড়া আবাসিক এলাকায় ওই দুই বিদেশী নাগরিক স্যামসাং কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রি করার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ৩০টি স্যামসাং কোম্পানি মোবাইল সেট, চার্জার ও হেড ফোনসহ বাংলাদেশের নগদ ১২ হাজার তিনশত বিশ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ইতিমধ্যে সিলেটের ফরচুন হোটেলে তারা অবস্থান করে বিভিন্ন জেলা ও উপজেলায় এ তারা ব্যবসা করে আসছেন বলে ওসি আব্দুল ছালেক জানিয়েছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।