গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের নতুন তারিখ হিসেবে ১৪ই নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর নির্ধারিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন, আ’লীগের শক্তি হচ্ছে জনগণ, আর প্রাণ হচ্ছে কর্মী। এই প্রাণ যখন জেগে উঠে জনগণ ও জেগে ওঠে। এ সম্মেলনের মাধ্যমে আমাদের সবাইকে জেগে উঠতে হবে। তিনি আরও বলেন সংগঠন আমাদের সকলের, সংগঠনের স্বার্থে সকলে একাসাথে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, পরিবেশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মজিদ রওশন, শরীফগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান লুতি, ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টার, লক্ষণাবন্দ ইউনিয়ন আ’লীগ সভাপতি নিজাম উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, বাঘা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ইকবাল আহমদসহ বিভিন্ন পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন শরীফ, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, শিক্ষা বিষয়ক সম্পাদক সলমান আহমদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, আ’লীগ নেতা রুমেল সিরাজ প্রমুখ।