স্বদেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্বদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।দেশ-মা-মাটি তথা শিকড়কে ভুললে চলবে না। বাংলা ভাষার চচর্চায় মনোযোগ দিতে হবে। প্রবাসের কঠিন বাস্তব জীবনেও স্বদেশের সাথে সম্পর্ক রাখতে সচেষ্ট হতে হবে এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
নিউইয়র্ক-এর সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে প্রীতি সম্মিলন ২০১৯-এ আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য।স্বদেশ ফোরাম-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী-এর পরিচালনা ও উপস্হাপনায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিক লিডার এট লার্জ এর্টণী মঈন চৌধুরী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইনক্-এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও ইউএস বাংলা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান তারেক হাসান খান। স্বরচিত কবিতা -ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, দেশের গান ও প্রাণবন্ত আলোচনায় অংশ নেনঃ বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আজম বাবু, কবি ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, এডভোকেট মিয়া জাকির, ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, কবি আব্দুস শহীদ, এডভোকেট সাইয়েদ মঈনউদ্দিন জুনেল, সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট সালাহউদ্দিন বাবু, সমাজসবী সৈয়দ আলী আশরাফ, কবি ছালাবত জাং চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা, সমাজসেবী মোঃ মিজানুর রহমান, কবি ফাতেমা রহমান, সমাজসেবী সৈয়দ সিদ্দিকুল হাসান, সমাজসেবী আবুল খায়ের চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, সমাজসেবী মোসাব্বির আহমদ ও কুতুব উদ্দিন। মা ও দেশ নিয়ে ছড়া পাঠ করেন সুফিয়ান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি