গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মধ্য দিয়েই আবু হেনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে হবে – প্রকাশ দত্ত

9

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী আপোষহীন নেতা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু হেনা চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর দরগাস্থ কবরস্থানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শপথ গ্রহণ করা হয় এবং ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
তিনি বলেন, আজ এমন এক সময় আবু হেনা চৌধুরীকে স্মরণ করছি যখন দেশ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। অথচ মহাজোট সরকার উন্নয়নের কথা বলে গলা ফাটিয়ে চলেছে। মহাজোট সরকার সাম্রাজ্যবাদী পরিকল্পনা এসডিজি বাস্তবায়নে ১৭টি লক্ষ্যের অন্যতম অবকাঠামো নির্মাণ করে সাম্রাজ্যবাদী পুঁজি লগ্নি করার জাতীয় স্বার্থবিরোধী তৎপরতাকে উন্নয়ন বলে চালাচ্ছে। অথচ এই ঋণের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। ক্ষমতাসীন মহাজোট সরকার নির্মম শোষণ অব্যাহত রেখে দুর্নীতি করে বেপরোয়া লুটপাট চালিয়ে দালালপুঁজি স্ফীত করার অপতৎপরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ‘বাংলাদেশ বাংক’ থেকে শত শত কোটি ডলার লুট হওয়া, ভল্টে থাকা সোনা পাল্টে যাওয়া; ব্যাংকে খেলাপী ঋণ বৃদ্ধি পাওয়া, ব্যাংক দেউলিয়া হওয়াসহ ব্যাংকিং সেক্টরে দুর্নীতি সর্বাত্মক রূপ নিয়েছে। সর্বগ্রাসী লুটপাটের টাকা জমা হচ্ছে কতিপয় ব্যক্তি বিশেষের নিকট। নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন এবং নারী ও শিশু পাচার আরো বৃদ্ধি পাচ্ছে। শ্রমিক কৃষক জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম দমনে সকল রূপের গণবিরোধী আইনকানুন অব্যাহত রেখে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালা কানুন তৈরি করে প্রগতিশীল বামপন্থী নেতা-কর্মীদের অপহরণ, গুম, খুন, হত্যা করার ধারাবাহিকতায় মাদক নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী অভিযান ইত্যাদির আড়ালে ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ ইত্যাদি বিচারবহির্ভূত হত্যাকা- চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন আবু হেনা চৌধুরীর আজীবন লালিত স্বপ্ন ছিল সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আমলা দালালপুঁজিকে উচ্ছেদ করে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাই এদেশের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি মুক্ত এক বাংলাদেশ প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই আবু হেনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মামুন আহমদ খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক এম এ সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি