মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় মৌলভীবাজার আদালতে তোলা হয়েছে।
গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেনের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহীর আদালতে মিজানকে হাজির করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী দুপুরে এতথ্য নিশ্চিত করেন। রিমান্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রিমান্ডের আবেদন এখনও দাখিল হয়নি। প্রক্রিয়া চলছে ২/১ দিন পর রিমান্ডের আবেদন আদালতে দাখিল করা হবে।
মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বলেন, কাউন্সিলর মিজানকে গতকাল রবিবার ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেয়া হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে পুনরায় তাকে কারাগারে পাঠিয়েছে।