দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২৫ মে) সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুরুজ আলী। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোঃ ছাদেক মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক অকাল বন্যার কারণে সিলেট- সুনামগঞ্জের সাধারণ মানুষ অবনর্নীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। সিলেটে বন্যার কিছুটা উন্নতি ঘটলেও সুনামগঞ্জে পানি ভয়াবহ আকার ধারণ করছে। কৃষকের ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। সরকার কথায় কথায় পদ্মা সেতু, মেট্রোরেল, কনর্ফুলি ট্যানেল, এক্সপ্রেস হাইওয়েসহ বিভিন্ন মেগাপ্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের সাফাই গাইলেও বন্যা নিরন্ত্রনে হাওর রক্ষায় সাধারণ বাঁধ নির্মাণ ও নদী, খাল বিল খনন করেননি। বক্তারা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ প্রদান এবং হাওর এলাকার নদীসমূহকে পরিকল্পিতভাবে খনন, বেড়ি বাঁধ নির্মাণ ও চরম দুর্নীতির কারণে আকস্মিক ঢলে ফসলহানির জন্য দায়িদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি