জুড়ী উপজেলা গঠনের ১৫ বছর পর আজ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল

7

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলা গঠনের ১৫ বছর পর এই প্রথম উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলরদের ভোটেই যেন নেতৃত্ব নির্বাচন হয় এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।
১২ অক্টোবর শনিবার সকাল ১১টায় জুড়ী উপজেলার শিশু পার্ক চত্বরে উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন উদ্ধোধন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ আগস্ট জুড়ীকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করা হয়। একই বছরের ২৮ নভেম্বর আব্দুল খালিক চৌধুরীকে আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন করে জেলা আওয়ামী লীগ।
৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও দীর্ঘ ১৫ বছরে তা করতে ব্যর্থ হয় আহবায়ক কমিটি।
অবশেষে সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে।
দলীয় নেতাকর্মীরা বলেন, শেষ পর্যন্ত কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না? কোন কমিটি চাপিয়ে দেয়া হবে কি না? পূর্ণাঙ্গ কমিটি হবে,না ছাত্রলীগ-যুবলীগের মত কমিটিহীন বা আংশিক কমিটি দিয়ে ঝুলিয়ে রাখা হবে বছরের পর বছর ইত্যাদি প্রশ্ন দেখা দিয়েছে।
দলীয় নেতাকমীরা জানান,সভাপতি পদে বর্তমান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী প্রার্থী হচ্ছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুক আহমদ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল খালিক,যুবলীগের সাবেক নেতা সিরাজুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল ইসলাম প্রার্থী হিসেবে রয়েছেন। প্রার্থিতা ঘোষণা পদপ্রত্যাশিরা বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করেছেন।
জেলার জুড়ী উপজেলার প্রথম কাউন্সিল হচ্ছে। এই কাউন্সিলের উপর জেলার অন্যান্য উপজেলার কাউন্সিল নির্ভর করছে। পুরো জেলাবাসী জুড়ীর দিকে তাকিয়ে আছে। সবার প্রত্যাশা তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে স্বচ্চ নির্বাচনের মাধ্যমেই যেন নেতৃত্ব তৈরি করা হয়।
জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধা মো.বদরুল হোসেন বলেন,সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলে নেতা নির্বাচিত করা হবে। কাউন্সিলে মূল্যয়ন করবে নেতাকর্মী হিসেবে।’