সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ১৪ জুলাই শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের অন্তর্ভুক্ত খসবা, দীঘলবাক, রাধাপুর, আহমেদপুর, গািলমপুর ও মাধবপুরে দিনব্যাপী বন্যা দুর্গতদের সহায়তায় লক্ষ্যে প্রায় পাঁচশত পরিবারের লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী চাউল, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতি ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম, ৪নং দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সায়িদ এওলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মনসুর ঘোরী, পানসি গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু, সমাজসেবী বয়েত উল্লা, কবি সাহিত্যিক নিলুফা ইসলাম নিলু, আওয়ামলীগ নেতা দীঘলবাক বাজার কমিটির সভাপতি মোঃ গোলাজার মিয়া, আবু ইউসুফ, রুহেল আহমদ চৌধুরী, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, আবু সালেহ মো. কাসেম, সৈয়দ আদিল প্রমুখ। বিজ্ঞপ্তি