রিক্ত সমাধান

10

দিপংকর দাশ

শোষকের রক্তচোষা তলোয়ার ছুটে
নিরীহকে ধূলিস্যাৎ করতে নিমিষে
বিক্ষুব্ধ চিত্তে দহন পরিণত বিষে
শাসিতের অত্যাচার প্রাণ নেয় লুটে।
ধর্ষিতা মা চিৎকার করে বলে উঠে
‘তোরা ছাড়বি না। দেশদ্রোহী রাজাকার
ওদের রক্তে কেশ ধৌত কর্ আমার’
শুনে মাতৃবচন; সন্তান দাপিয়ে ছুটে।

ক্ষুধার্তের মুখে দিতে এক মুঠো অন্ন
কত নিষ্পাপ জীবন হলো বলিদান,
কত নির্যাতিতা হয়েছে ভোগের পণ্য
রুদ্ধশ্বাসে দিয়েছে মানুষ আত্মদান
আজো প্রাণ কাঁদে, স্বাধীনতা তোর জন্য
ধরা দিয়েও দেস্ নি; রিক্ত সমাধান।