হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ‘ইসকন’ এর সকল কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ না করা হলে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয়া হবে ঘোষণা করেছেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা।
তিনি আরো বলেন, ভারতীয় মুসলমানদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের মত অহরহ ঘটনাসমূহ আজ বিশ্ববাসী অবলোকন করছে। হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা ভারতীয় মুসলমানদের উপর এই জুলুম আমাদের অন্তরে আঘাত করছে। এই ভয়াবহ হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জাতিসংঘ ও ওআইসি রহস্যজনকভাবে নিরব দর্শকের ভুমিকা পালন করে যাচ্ছে। প্রতিবেশী দেশ ভারতে মুসলিম নির্যাতনের এই সময়ে ‘ইসকন’ নামক হিন্দুত্ববাদী উগ্র সংগঠন চট্টগ্রামে স্কুলের কোমলমতি মুসলিম শিশুদেরকে দেবতার নামে উৎসর্গ করা প্রসাদ খাওয়ানোর অপতৎপরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যদি অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ না করা হয়, তাহলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে সরকারকেই চরম মাশুল দিতে হবে।
গতকাল ২২ জুলাই সোমবার বাদ আসর ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন ও ইসকন কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারার প্রতিবাদে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামেয়ার সদরুল মুদাররিসীন মাওলানা আব্দুস সুবহান, জামেয়ার উস্তাদ মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা তারিক বিন হাবিব, মাওলানা মনছুর আহমদ, আব্বাছ জালালী, হাফিজ কয়েছ আহমদ, আল ইসলাহ ছাত্র সংসদের জি এস হাফিজ আবু আনাছ, এজিএস হাফিজ তানজিল আহমদ সহ আল ইসলাহ ছাত্র সংদের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি