মনুষ্যত্ব

16

রায়হান কিবরিয়া রাজু

মনুষ্যত্ব অনেকটা অন্যরকম লাগে
নিজের স্বার্থে মনুষ্যত্ব এক দৌড়ে ভাগে!
রুপোর থালা, সোনার মালা মানুষেরই তো সাধ
জন্ম থেকে মৃত্যু অবধি চালায় বাম হাত!
জানেনা এমন কজন আছে গুরুর মহাবাণী?
মানুষ হতে দাও তবে নিজের স্বার্থ খানি।
নব নব উপদেশ সবাই বলতে পারে,
মনুষ্যত্ব টিকিয়ি রাখতে সবি যায় হেরে!
নিতন্ত দু একজন ,যারা মানুষ বটে
পরের সুখে স্বার্থ বিলায়, নিজে থাকে চটে!