মজনু মিয়া
অবারিত ধানের খেতে
দোলছে কচি ধান,
খুশি মনে গাইছে কৃষক
মনের সুখে গান।
বাতাস এসে যায় নেচে যায়
দোলা দিয়ে মন,
এবার ধানে ভরবে গোলা
পূরবে যে তার পণ।
আশা ভালোবাসা নিয়ে
কৃষক করে চাষ,
মনে স্বপ্ন থাকবে কৃষক
সুখে বারোমাস।
রোদ বৃষ্টিতে সোনার ফসল
ফলবে খেতের পর,
ধানে ধানে ভরবে গোলা
সাজবে সুখ বাসর।