গত ৬ দিনে বিএনপির ৬২০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তারের দাবি

5

কাজির বাজার ডেস্ক

গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ছয় দিনে এখন পর্যন্ত ৬২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যনুযায়ী গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মোট মামলা করা হয়েছে ৪৯টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১২ হাজার ৯৩০ জনকে। আর গ্রেপ্তার করা হয়েছে ৬২০ জনের বেশি নেতাকর্মীকে। তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন হামলায় আহত হয়েছেন বিএনপির ১৯৯০ জন, মামলা হয়েছে ৩৯৫টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৯৭৫ জনকে। আর আসামি করা হয়েছে ২৬ হাজার ৫০ জন নেতাকর্মীকে।
অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহŸান জানান রিজভী।
সোশ্যাল মিডিয়ার কোনো প্লাটফর্মে ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই বলে দাবি করেন রিজভী। বলেন, সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ‘ফেক আইডি ও পেজ’ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত আছে।