সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নিয়মিত সভায় বক্তারা বলেছেন, বর্তমানে ধানের মূল্য না থাকায় কৃষকরা আগামী বোরো মৌসুমে ধান চাষে আগ্রহ হারিয়ে পেলছেন। জমির মালিকরা জমি নিয়ে বিপাকে পড়েছেন, আশ্বিন মাস শুরু হলেও কোন বর্গা চাষি এখন পর্যন্ত জমি নিচ্ছেন না। হাওরে ধানি জমি পতিত থাকার সম্ভাবনা দেখছেন জমির মালিকরা, এ অবস্থায় প্রকৃত বোরো চাষীদের বিনা মূল্যে সার বীজ সরবরাহ করতে হবে, বিনা সুদে বর্গা চাষীদের কৃষি ঋণ দিতে হবে, যে সব পিআইসি সঠিকভাবে বাঁধের কাজ করেছে দ্রুত তাদের চূড়ান্ত বিল প্রদান করতে হবে। হাওর বাণিজ্য বন্ধে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কৃষকদের পাশে থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৮ সেপ্টেম্বর কৃষকদের পক্ষে বিভিন্ন দাবী নিয়ে সারা জেলায় একযোগে মানববন্ধন, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, ৫ অক্টোবর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর বিআরটিসি বাসের অবাধ চলাচল এবং উন্নত যাত্রী সেবার দাবিতে মানববন্ধন করা হবে। অক্টোবর মাসের শেষ শনিবার কেন্দ্রীয় কমিটির সভা ও নভেম্বরের প্রথম সপ্তাহে সুনামগঞ্জ সদর উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তব্য রাখে, উপদেষ্টা রমেন্দ্র কুমার দে, বিকাশ রঞ্জন চৌধু, সহ সভাপতি সুখেন্দু সে, চিত্ত রঞ্জন তালুকদার, সদস্য অধ্যক্ষ মো রবিউল ইসলা, ইয়াকুব বখ, ডা মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শু, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, এমরানুল হক চৌধু, একে কুদরত পাশা, বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিল, সদর উপজেলার আহ্বায়ক চন্দন রা, যুগ্ম আহ্বায়ক দুলাল মি৷ সদস্য সচিব শহীদ নুর আহমদ, স্বপন কুমার দাশ, জ্যোর্তিময় চৌধুরী, সালেহ আহমদ, কৌশিক তালুকদার, রফিকুজ্জামান সুজন, সাফিয়া বেগম, দুর্যোধন দাস, আসাদ মনি, কেবি প্রদীপ প্রমুখ।