কাজিরবাজার ডেস্ক :
বিশে^র শীর্ষ এক হাজার উচ্চ শিক্ষাঙ্গনের তালিকায় এবারও নেই বাংলাদেশের কোন বিশ^বিদ্যালয়ের নাম। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার মধ্যে দেশের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারেরও নিচে। অর্থাৎ এক হাজার এক নম্বরে অবস্থান করছে ঢাকা বিশ^বিদ্যালয়। অবশ্য এক হাজারের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের ৩৬ বিশ্ববিদ্যালয়।
বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। তালিকায় ৯২ দেশের ১৩শ’ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ‘সুখবর’ এটুকই যে টাইমস হায়ার এডুকেশনের গত বছরের তালিকার কোথাও স্থান পায়নি বাংলাদেশের কোন বিশ^বিদ্যালয়। গত বছর তালিকা প্রকাশের পর থেকেই দেশের উচ্চ শিক্ষার দুরবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে আসছেন শিক্ষাবিদসহ দেশের শিক্ষা বিশারদরা। কিন্তু কেন দেশের উচ্চ শিক্ষার এমন সঙ্কট? বিশে^র এক হাজার বিশ^বিদ্যালয়ের মধ্যে যেখানে নেপাল, সন্ত্রাসকবলিত পাকিস্তানের বিশ^বিদ্যালয়েরও যেখানে ভাল অবস্থানে সেখানে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান কেন স্থান করে নিতে পারছেন না।
এক বছর আগে লন্ডনভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইমস হায়ার এডুকেশন’ তাদের পরিচালিত জরিপ রিপোর্ট প্রকাশ করেছিল। ওই রিপোর্টে কেবল এশিয়ার ৪১৭ সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানেও দেখা যায় বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, গবেষণা, জ্ঞান আদান-প্রদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই চারটি মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে ছিল নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল শ্রীলঙ্কার ‘ইউনিভার্সিটি অব কলম্বো’ও।
এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সামনে এসেছিল চীনের ‘সিংহুয়া বিশ্ববিদ্যালয়’। ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর’ ছিল দুই নম্বরে। তৃতীয় স্থানে ‘হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’। চীনের ৭২, ভারতের ৪৯, তাইওয়ানের ৩২, পাকিস্তানের ৯, হংকংয়ের ৬ বিশ্ববিদ্যালয়ের নাম ছিল এশিয়ার সেরা ৪১৭ বিশ্ববিদ্যালয়ের তালিকায়।
তবে কেবল টাইমস হায়ার এডুকেশনই নয় অন্যান্য একাধিক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সেরা তালিকায়ও ছিল না বাংলাদেশের কোন বিশ^বিদ্যালয়। বিশ্বের শীর্ষ স্থানীয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছিল সৌদি আরবের জেদ্দাভিত্তিক সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস (সিডব্লিউইউআর)। বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয় নিয়ে তাদের এ র্যাঙ্কিং সাড়া ফেলেছিল সর্বত্র। তবে ওই তালিকায় বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান হয়নি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ১৫ বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছিল। শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের। ওই প্রতিষ্ঠান জানিয়েছিল, তালিকা তৈরিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যেসব বিষয় বিবেচনা করেছে তার মধ্যে ছিল শিক্ষার মান, শিক্ষাজীবন শেষে চাকরি, শিক্ষকদের যোগ্যতা, প্রকাশনা, গবেষণার প্রভাব, গবেষণার মান, বিশ্ববিদ্যালয়ের প্রভাব ও পেটেন্টের সংখ্যা।
এসব প্রতিষ্ঠানের তালিকা নিয়ে নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলোর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। এই র্যাঙ্কিংয়েও এবার এক হাজার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই বাংলাদেশের কোন প্রতিষ্ঠান। ঢাকা বিশ^বিদ্যালয়ের অবস্থান আছে এক হাজারের পরে।