মৌলভীবাজারে ভূমি ও গৃহহীন ১১২৬ পরিবারের ঘর হস্তান্তরের পালা

9

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ১১২৬ পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এবার প্রস্তুতকৃত এসব ঘর হস্তান্তরের অপেক্ষা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব তথ্য জানান।
তিনি বলেন, খাস জমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১২৬টি সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
প্রতিটি ঘর নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর পর্যন্ত খরচ হবে ১ লাখ ৭৩ হাজার ২ শত ৫০ টাকা। সেমিপাকা ঘরের সাথে ভূমি ও গৃহহীন পরিবার দুই শতক জমি পাবেন।
প্রসঙ্গত শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর উপকারভোগীদের ঘর বুঝিয়ে দেয়া হবে।
মৌলভীবাজার জেলায় ওই দিন ৫৪২ পরিবার এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।