ওসমানীনগর ও বালাগঞ্জের ইমামদের নিয়ে সূচনার পুষ্টি সতেজীকরণ কর্মশালা

10

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সূচনা বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস এই প্রতিপাদ্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে ওসমানীনগর ও বালাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ও সামাজিক নেতাদের পুষ্টি বিষয়ক সতেজীকরণ প্রশিক্ষণ। ইউরোপিয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন, ওয়ার্ল্ড ফিস, আইডিই, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরি সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে গ্রামীণ জনপদের পুষ্টির উন্নয়নে কাজের ধারাবাহিকতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া। বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজ ও ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক পৃথক প্রশিক্ষণ কর্মশালায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকসহ সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দরা অংশ গ্রহণের আলোচনা পূর্বে বক্তারা বলেন, মানব দেহের রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। বসত ঘরের আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে জন্মের পর থেকে দুই বৎসর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোসহ মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে সবাইকে আরও সচেতনতার আহ্বান জানান। গ্রামীণ জনগোষ্ঠির মা ও শিশুর পুষ্টি উন্নয়নে সরকারের পাশাপাশি সূচনা প্রকল্প যেসব কার্যক্রম গ্রহণ করেছে সেগুলো সুষ্ঠু বাস্তবায়নের জন্য ধর্মীয় ও সামাজিক নেতাদের নিয়ে সূচনার এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ধর্মী নেতাদের নিজ নিজ অবস্থান থেকে পুষ্টির উন্নয়নে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানান তারা। পৃথক পৃথক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, আরডিআরএস এর সূচনা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মো: মিজানূলক হক, উমরপুর ইউপি সচিব মারতি নন্দন দাম প্রমুখ।