মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে কোদলী ছড়াকে সংস্কার কের বিনোদন মূলক লেইকে রূপান্তরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ এর আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহম্মদ, জেলা আওয়ামীলীগের সদস্য মো. আক্তারুজ্জামান, প্রকৌশলী আবুল হোসেন, সচেতন নাগরিক ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা যুবলীগের ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহ- সাংগঠনিক সম্পাদক এ এম জোবায়ের, জেলা বিএনপির সদস্য সৈয়দ নেপুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, শহরের মধ্যদিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ কোদালীছড়াটি বর্তমানে কেবল পানি নিস্কাশনের খাল হিসেবে ব্যবহ্নত হচ্ছে। কিন্তু ছড়াটিকে যথার্থ সংস্কার করে আধুনিক ফুটপাত নির্মানের মাধ্যমে ঢাকার ধানমন্ডি লেইক মতো বিনোদন মূলক লেইকে রূপান্তর করা সম্ভব।