স্পোর্টস ডেস্ক :
সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালালো স্বাগতিক আয়ারল্যান্ড। কিন্তু জেতার দ্বারপ্রান্তে গিয়ে বারবার পরাজিত বরণ করে নিতে হয়েছে দলটিকে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও এলো না জয়। বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে জিতে টি-টোয়েন্টিতেও আইরিশদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রানে আউট হন আইরিশ ওপেনার অ্যান্ডি বিলবার্নি। আরেক ওপেনার পল স্টার্লি অবশ্য সফরকারীদের বোলারদের শাসন করেই খেলেছে। মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ে ৪০ রান করে আউট হন তিনি।
এরপর লরকান টকার ২৮, হ্যারি টেক্টর ২৩, গ্যারেথ ডিলানি ২ ও জর্জ ডকরেল ১০ রান করে আউট হয়েছেন।
এ সময় মনে হচ্ছিলো দেড়শও হয়তো করতে পারবে না স্বাগতিকরা। কিন্তু সপ্তম উইকেট জুটিতে কুর্তিস ক্যাম্ফেরকে সঙ্গে নিয়ে মাত্র ২১ বলে ৫৮ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েন মার্ক আদায়ের। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের পুঁজি পায় দল। ৮ বলে ১৯ রানে ক্যাম্ফের ও ১৫ বলে ৩৭ রানে আদায়ের অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের উইকেট হারানোর ধারাবাহিকতায় ৬৫ রান তুলতেই হারায় প্রথম তিন উইকেট। ১৪ রানে ফিন অ্যালেন, ২৫ রানে মার্টিন গাপটিল ও ৫ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ড্যান ক্লেভার।
চতুর্থ উইকেট জুটিতে সামনে থেকে লিড দেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এ সময় দুজন মিলে ৮২ রান তুলতে জয়ের কাছাকাছি চলে যায় সফরকারীরা। ৩২ বলে ৪৮ রানে আউট হন মিচেল। পরে ফিলিপস ও নিশাম মিলে জয় নিয়েই মাঠ ছাড়েন। ৪৪ বলে ৫৬ রানে ফিলিপস ও ৬ বলে ২৩ রানে নিশাম অপরাজিত থাকেন।
ম্যাচসেরার পাশাপাশি তিন ম্যাচে ১৪৮ রান নিয়ে সিরিজসেরা ক্রিকেটারও নির্বাচিত হন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস।