রিপলু চৌধুরী :
নিজের মুখে বলছ তুমি
আমি সৃষ্টির সেরা
মুখে বলছ ধর্ম কথা
ভিতরে হিংসা ভরা।
ধর্মে তুমি দোহাই দিয়ে
করছ স্বার্থে রাজনীতি
নিজের নাম জাহির করতে
পাপ করিতেছ তুমি।
যে হলো সৃষ্টির সেরা
মুখে নাহি বলে
কর্মগুণে পরিচয় পাওয়া যায়
এই ধরার কুলে।
সৎ শ্রেষ্ঠ ফুলের মতো
প্রকৃতি ন্যায় ফুটে
দেহের বলে বলতে হয় না
সূর্য কেমনে উঠে।