টেক্সাসে ফের বন্দুকধারীর নির্বিচারে গুলি, নিহত ৫

19

কাজিরবাজার ডেস্ক :
মার্কিন অঙ্গরাজ্য টেক্সাস আবারও রক্তে রঞ্জিত হয়েছে। শনিবার রাতে এক বন্দুকধারী নির্বিচার গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। এক মাসের মধ্যে এটি সেখানে দ্বিতীয় গুলিবর্ষণের ঘটনা। টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়ের এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।
টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির দুই পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর গাড়িটি থামালে সে তাদেরই প্রথম গুলি করে। এরপর সে গাড়ি চালিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন স্থানে গাড়িতে থাকা লোকজন ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে সে তার গাড়ি ফেলে একটি পোষ্টাল ট্রাক চুরি করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে সেও নিহত হয়। মধ্য ত্রিশের শ্বেতকায় এই বন্দুকধারীর হামলার উদ্দেশ্য পরিষ্কার হয়নি। চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসোতে আরেক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২২ জন নিহত হয়েছিল। এবারের ঘটনায় যে ২১ জন আহত হয়েছেন তাদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত সবাই গুলিতে জখম হয়েছেন এমন নয়, তাদের অনেকে গুলির আঘাতে ভেঙ্গে যাওয়া গাড়ির গ্লাসের আঘাতেও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওডেসা মেডিক্যাল সেন্টার হাসপাতাল জানিয়েছে, সেখানে চিকিৎসা নেয়া আহতদের মধ্যে দুই বছরের কম বয়সী একটি শিশুও ছিল। এখানে ভর্তি হওয়া সাতজনের অবস্থা সঙ্কটজনক ও আরও দুইজনের অবস্থা গুরুতর। এ হামলার বিষয়ে সর্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ্যাটর্নি জেনারেল বার তাকে টেক্সাসের ঘটনার বিষয়টি জানিয়েছেন এবং এফবিআই ও আইন প্রয়োগকারীরা ঘটনা তদন্ত করে দেখছে। টেক্সাসের এ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেছেন, তিনি এরকম অবিবেচক ঘটনা দেখে হতভম্ব। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আমাদের দেশে গণ হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণে ট্রাম্প প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ কংগ্রেসের উভয় দলের নেতাদের সঙ্গে কাজ করতে।