সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ আগষ্ট শনিবার দক্ষিণ সুরমা বাবনাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১লা সেপ্টেম্বর রোববার সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন ও ডিআইজ কামরুল আহসানের সাথে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে। ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মনে রবিারের বৈঠকে শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে একটি সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করা।
সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবুল কালামের ও সদস্য সচিব মো. সজিব আলী পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক-কাভাডভ্যান পিকআপ শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২০৪০ এর সভাপতি হাজী শেখ মো. আক্কাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বাস-মিনিবাস কোচ ১১৮১ এর সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির গ্র“পের সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ মো. মুর্শেদ আলম, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন। বিজ্ঞপ্তি