নৌকা বিজয়ী না হলে কঠিন অবস্থার মোকাবেলা করতে হবে -ড. মোমেন

48
নগরীর বন্দরবাজার হাসান মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করছেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড.এ কে আব্দুল মোমেন এর নৌকার মার্কার সমর্থনে ২৭নং ওয়ার্ড বিসিকি শিল্প নগরী এলাকায় ফিজা এন্ড কোং এর উদ্যোগে মালিক ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সোমাবার বেলা ২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাহফুজ হাসান তান্না এবং ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা নেওয়াজ আহমদের যৌথ পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে গেছে। দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে, কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজকে প্রধানমন্ত্রী ছাড় দেননি। সে যে দলেরই হউক না কেন তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো বলেন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশে বিগত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে নৌকা প্রতীক কে বিজয়ী করতে হবে। তা না হলে কঠিন অবস্থায় দেশের মানুষকে মোকাবেলা করতে হবে। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এতে সর্বস্তরের মানুষকে উন্নয়নের দিকে লক্ষ্য রেখে সব ভেদাভেদ বুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং এর পরিচালক আজহারুল ইসলাম মুমিন, জেনারেল ম্যানেজার এহতেসাম মাবরুর, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ লস্কর, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয় সহ সভাপতি আব্দুল হাই বশির লস্কর, প্যানেল মেয়র তৌফিক বক্্র লিপন, মহানগর আওয়ামীলীগের সদস্য হেলাল বক্্র, মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য আছমা বেগম, ২৭নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন নিজাম, সিনিয় সহ সভাপতি আব্দুল জলিল ময়না, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, শাহজান মিয়া, আব্দুল মান্নান, এড: বিপ্লব কান্তি দে মাধব, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সিলেট জেলা তাতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শেখ মো: আবুল হাসনাত (বুলবুল), জুয়েল আহমদ, আব্দুল আহাদ, মঈনুল হোসেন, দিনেশ কর দুলু, গুলজার আহমদ, আব্দুল আহাদ, বিলাল আহমদ, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, জাকির আহমদ খোকা, রাহাদ আহমদ, রুপম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি